kalerkantho

সোমবার । ১৫ আগস্ট ২০২২ । ৩১ শ্রাবণ ১৪২৯ । ১৬ মহররম ১৪৪৪

ওবায়দুল কাদের

পদ্মা সেতু হওয়ায় বিএনপি নেতাদের বুকে জ্বালা ধরেছে

বাসস   

২৬ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে পদ্মা সেতু হওয়ায় বিএনপি নেতাদের বুকে জ্বালা ধরেছে

ওবায়দুল কাদের

পদ্মা সেতু হয়ে যাওয়ায় সারা দেশের মানুষ যখন খুশি তখন বিএনপি ও তার দোসরদের বুকে বড় জ্বালা ধরেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

গতকাল সকালে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য নবায়ন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়া বলেছিলেন, পদ্মা সেতু হবে না, এই সরকার কখনো তা করতে পারবে না। পদ্মা সেতু হয়ে গেছে, এখন শুধু উদ্বোধনের অপেক্ষা, তাই বিএনপি ও তাদের দোসরদের বুকে বড় জ্বালা।

বিজ্ঞাপন

এর আগে কাজী নজরুল ইসলামের সমাধিতে আওয়ামী লীগের পক্ষে ওবায়দুল কাদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

 সাতদিনের সেরা