বাংলাদেশ থেকে বিভিন্ন খাতে দক্ষ জনবল নিতে আগ্রহী ইউরোপের দেশ সার্বিয়া। সার্বিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ থেকে তারা চিকিত্সক, প্রকৌশলী, সেবিকা ও ইংরেজির শিক্ষক নিতে চায়। গতকাল বুধবার সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয়।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে গতকাল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে ঢাকায় সফররত সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী নিকোলা সেলাকোভিচ সাক্ষাত্ করতে আসেন।
বিজ্ঞাপন
এ বিষয়ে ঢাকার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘সার্বিয়া মনে করে, আমাদের এখান থেকে আরো কর্মী যাওয়ার সুযোগ রয়েছে। ’
বৈঠকে আলোচনার বিষয়ে সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেলাকোভিচ বলেন, তাঁর দেশ বাংলাদেশের বিশাল জনশক্তির সম্ভাবনাকে কাজে লাগাতে চায়। তাঁরা চান, বাংলাদেশের শিক্ষার্থীরা সার্বিয়ার বৃত্তি নিয়ে পড়তে যাক।