মাত্র দুই মাসের ব্যবধানে গোখাদ্যের দাম অস্বাভাবিক বাড়ায় প্রাণিসম্পদ কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন খামারিরা। তাঁরা খামারি পর্যায়ে সরকারি সহায়তা, গোখাদ্যের দাম কমানো ও দুধের মূল্যবৃদ্ধির দাবি তুলে ধরেন। এ সময় আসন্ন বাজেটে পশুখাদ্যে ভর্তুকি প্রদানসহ ছয় দফা দাবি জানানো হয়। গতকাল বুধবার দুপুরে রংপুর নগরীর স্টেশন রোডে প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে রংপুর ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে খামারিরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
বিজ্ঞাপন