kalerkantho

রবিবার । ১৪ আগস্ট ২০২২ । ৩০ শ্রাবণ ১৪২৯ । ১৫ মহররম ১৪৪৪

সংক্ষিপ্ত

ইঞ্জিনিয়ার মোশাররফ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

২৬ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেইঞ্জিনিয়ার মোশাররফ

ইঞ্জিনিয়ার মোশাররফ

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি আগামীতে আর নির্বাচন করবেন না বলে ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, তাঁর বয়স হয়ে গেছে। তাই রাজনীতি করলেও আর নির্বাচন করবেন না। গতকাল বুধবার দুপুরে নগরের ইন্টারন্যাশনাল কনভেনশন হলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আওতাধীন থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে সদস্য নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ অভিযান অনুষ্ঠানে বক্তব্যের এক পর্যায়ে এ ঘোষণা দেন চট্টগ্রাম-১ আসনের এই সংসদ সদস্য।

বিজ্ঞাপন

এ সময় অনুষ্ঠান মঞ্চে আওয়ামী লীগের কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতা ও দলীয় সংসদ সদস্য উপস্থিত ছিলেন।সাতদিনের সেরা