ঝিনাইদহে শিল্পপতি মো. নাসের শাহরিয়ার জাহেদির বাড়িতে হামলার নিন্দা ও ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেছে ঝিনাইদহ জেলা সমিতি, ঢাকা। সমিতির সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন কুটু জোয়ার্দার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গত ১৫ মে ঝিনাইদহ শহরের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত শাহরিয়ার জাহেদির পৈতৃক বাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করা হয় এবং তাঁদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়। বাড়িটি নাসেরের বাবা প্রয়াত ভাষাসৈনিক জাহিদ হোসেনের (মুসা মিয়া) রাজনৈতিক স্মৃতিবিজড়িত।
বিজ্ঞাপন