kalerkantho

বৃহস্পতিবার । ৩০ জুন ২০২২ । ১৬ আষাঢ় ১৪২৯ । ২৯ জিলকদ ১৪৪৩

সংক্ষিপ্ত

২৪ ঘণ্টায় ৩০ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক   

২৬ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগত ২৪ ঘণ্টায় ৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে কেউ মারা যায়নি। এখন পর্যন্ত করোনায় মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫৩ হাজার ৩২৮। মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩০।

বিজ্ঞাপন

গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ও বাসায় সুস্থ হয়েছে ২১৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছে ১৯ লাখ এক হাজার ৬০০ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০.৬৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থ হয়েছে ৯৭.৩৫ শতাংশ। মারা গেছে ১.৪৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে চার হাজার ৬৬০টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে চার হাজার ৬১৬টি।সাতদিনের সেরা