kalerkantho

শুক্রবার । ১৯ আগস্ট ২০২২ । ৪ ভাদ্র ১৪২৯ । ২০ মহররম ১৪৪৪

ভয়ে পরিবার থেকে দূরে ১২ বছর

জুয়া খেলে মোবাইল ফোনসেট হারিয়ে বাসায় ফেরেননি সুমন

নিজস্ব প্রতিবেদক   

২৫ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেঢাকার মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করে ডায়মন্ড প্যাকেজিংয়ে সহকারীর (হেলপার) কাজ নেন মো. সুমন। ২০১০ সালের ৩১ আগস্ট অফিসের কাজ শেষে বাসায় ফেরার পথে সন্ধ্যায় মিরপুর-১১ নম্বর বাজার এলাকায় জুয়া খেলায় বসেন তিনি। সেখানে ১০০ টাকার বাজিতে হেরে খোয়ান একমাত্র মোবাইল ফোনসেট। ফোনটি খোয়ানোয় তখনকার ১৬ বছরের তরুণ সুমন পরিবারের কাছে ফিরতে ভয় পান।

বিজ্ঞাপন

এরপর শুরু হয় তাঁর নতুন করে বাঁচার সংগ্রাম।

নিখোঁজ সুমনের খোঁজে তাঁর বাবা মোজাফফর হোসেন পল্লবী থানায় জিডি করেন, মামলা করেন। তদন্তভার থানা, ডিবি, সিআইডির হাত বদলে সর্বশেষ আসে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) হাতে। কিন্তু কেউ সুমনের খোঁজ দিতে পারেনি। সুমনও নিজ উদ্যোগে পরিবারের কাছে ফেরেননি। এভাবে কেটে যায় প্রায় ১২ বছর। অবশেষে সুমনের স্ত্রীর সহযোগিতা আর পিবিআইর তদন্তে পরিবারে ফিরে এসেছেন নিখোঁজ সুমন।

পিবিআই ঢাকা মেট্রোর (উত্তর) বিশেষ পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলমের তদারকিতে গত ২৩ মে সন্ধ্যায় রাজধানীর কদমতলী থানাধীন মদিনাবাগ এলাকা থেকে সুমনকে উদ্ধার করা হয়। গতকাল আগারগাঁওয়ে ঢাকা মেট্রোর (উত্তর) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিশেষ পুলিশ সুপার জাহাঙ্গীর আলম।সাতদিনের সেরা