সেন্টার ফর ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ডায়ালগ (সিআইডিডি) নামের একটি নতুন থিংকট্যাংক সম্প্রতি আত্মপ্রকাশ করেছে। একটি ট্রাস্টি বোর্ডের অধীনে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানটির আদর্শবাণী, ‘আমরা অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন চাই। ’ সরকার, সংশ্লিষ্ট সংস্থা ও জনগণকে সেই আদর্শে সচেতন ও উজ্জীবিত করা এবং পাবলিক পলিসিগুলোর অন্তর্ভুক্তির জায়গাগুলোতে প্রয়োজনে পরিমার্জন, পরিবর্ধন ও পরিবর্তনের জন্য সরকারকে প্রভাবিত করার চ্যালেঞ্জ নিয়ে সংস্থাটি তার বার্ষিক পরিকল্পনা অনুযায়ী গবেষণা ও বাস্তবভিত্তিক কর্মসূচি ও কার্যক্রম শুরু করেছে।
বিজ্ঞাপন