দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সরকারি আবাসন পরিদপ্তরের অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক হাফিজা খানকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মো. ইকবাল হোসেন এই রায় ঘোষণা করেন একই সঙ্গে আসামির ৮৩ লাখ ৫৭ হাজার টাকার সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে হাফিজা আক্তারকে কারাগারে পাঠানো হয়। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন