kalerkantho

শুক্রবার । ১৯ আগস্ট ২০২২ । ৪ ভাদ্র ১৪২৯ । ২০ মহররম ১৪৪৪

অ্যাম্বুল্যান্সচাপায় রোগীর মৃত্যু

চালকের বিরুদ্ধে থানায় মামলা

সিলেট অফিস   

২৫ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে অ্যাম্বুল্যান্সচাপায় রোগীর মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে। নিহত আবদুল মালেকের (৬৫) স্ত্রী বাদী হয়ে গতকাল মঙ্গলবার সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন। মামলায় অ্যাম্বুল্যান্সের চালক সজীব আহমদকে (২৬) আসামি করা হয়েছে।

কোতোয়ালি থানার ওসি মোহম্মদ আলী মাহমুদ জানান, মামলায় অ্যাম্বুল্যান্সচালককে আসামি করা হয়েছে।

বিজ্ঞাপন

তবে এই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।

গত সোমবার দুপুর সোয়া ২টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনে অ্যাম্বুল্যান্সচাপায় মারা যান আবদুল মালেক। তিনি চিকিৎসার জন্য আগের দিন রবিবার হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি হন। সোমবার একটি পরীক্ষার জন্য ওয়ার্ড থেকে বহির্বিভাগে নিয়ে যাওয়া হয় তাঁকে। হেঁটে আসার সময় তাঁর শ্বাসকষ্ট শুরু হলে তিনি গাছের পাশে দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় একটি অ্যাম্বুল্যান্স হঠাৎ পেছন দিকে এসে গাছের সঙ্গে তাঁকে চাপা দেয়। তাঁকে উদ্ধার করে জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে অ্যাম্বুল্যান্সের চালক পালতক রয়েছেন।সাতদিনের সেরা