kalerkantho

মঙ্গলবার । ২৮ জুন ২০২২ । ১৪ আষাঢ় ১৪২৯ । ২৭ জিলকদ ১৪৪৩

রাজাপুরে আ.লীগ ও বিএনপির সংঘর্ষ

ঝালকাঠি ও রাজাপুর প্রতিনিধি   

২৫ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঝালকাঠির রাজাপুরে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের এক এসআইসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়। গতকাল মঙ্গলবার উপজেলার বাঘরি এলাকায় এ ঘটনা ঘটে। এ ছাড়া ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কার্যালয় ভাঙচুরের অভিযোগ করেন উপজেলা বিএনপির সদস্যসচিব।

বিজ্ঞাপন

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বিকেলে রাজাপুর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনটি শহরের বাইপাস সড়কে বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিনের। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন।

রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।সাতদিনের সেরা