শিল্পী-কুশলীদের কর্মসংস্থান ও পুনরায় দল গঠনের জন্য প্রতিটি যাত্রাদলকে কমপক্ষে ১০ লাখ টাকা অনুদান দেওয়ার দাবি জানিয়েছে যাত্রাশিল্প মালিক সমিতি। গতকাল সোমবার যাত্রাশিল্প মালিক সমিতির সভাপতি মো. মোশারফ হোসেন এবং সাধারণ সম্পাদক স্বপন পাণ্ডে স্বাক্ষরিত স্মারকলিপি প্রধানমন্ত্রী বরাবর জমা দেওয়া হয়। স্মারকলিপিতে সাতটি দাবি জানায় যাত্রাশিল্প মালিক সমিতি। স্মারকলিপিতে বলা হয়, সারা দেশে যাত্রা অনুষ্ঠানের অবাধ অনুমতি অথবা নিবন্ধন বাতিল, সরকারি উদ্যোগে জেলা-উপজেলায় একটি করে স্থায়ী প্যান্ডেল নির্মাণ করে যাত্রা অনুষ্ঠানের আয়োজন করতে হবে।
বিজ্ঞাপন