দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ইঞ্জিন বিকল হয়ে লেভেলক্রসিংয়ে সাড়ে তিন ঘণ্টা ট্রেন আটকে যাওয়ার ঘটনায় রাস্তার দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ছবি : কালের কণ্ঠ
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ইঞ্জিন বিকল হয়ে লেভেলক্রসিংয়ে সাড়ে তিন ঘণ্টা ট্রেন আটকে যাওয়ার ঘটনায় রাস্তার দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টায় চিরিরবন্দর রেলস্টেশন থেকে ৫০০ গজ দূরে জায়েদার মোড় লেভেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। সকাল সাড়ে ১১টায় পঞ্চগড় এক্সপ্রেসের ইঞ্জিন সংযোজন করে বিকল হয়ে যাওয়া ট্রেনটি সরানো হয়।
বিষয়টি নিশ্চিত করে স্টেশন মাস্টার শহিদুল ইসলাম জানান, রবিবার ভারত থেকে আসা ৪২টি তেলের ওয়াগন নিয়ে পার্বতীপুরে যায় ট্রেনটি।
বিজ্ঞাপন