মাদারীপুরে গ্রিস নেওয়ার কথা বলে দুই যুবক নিখোঁজ রয়েছেন। দুই মাসেও তাঁদের সন্ধান পাওয়া যায়নি। এই ঘটনায় মামলা হলে এক দালালকে গ্রেপ্তার করে গতকাল সোমবার আদালতে পাঠিয়েছে পুলিশ। মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর শহরের পাকদী এলাকার মশিউর রহমান মিলন ও মোহাম্মদ হোসেনকে গ্রিস পাঠানোর কথা বলে তাঁদের পরিবারের কাছ থেকে কয়েক দফায় ৩৬ লাখ টাকা নেন লিয়াকত সরদার ও বোরহান মোল্লা।
বিজ্ঞাপন