kalerkantho

সোমবার । ৮ আগস্ট ২০২২ । ২৪ শ্রাবণ ১৪২৯ । ৯ মহররম ১৪৪৪

সংক্ষিপ্ত

পাঁচটি পিস্তল, গুলিসহ বাবা-ছেলে আটক

বেনাপোল প্রতিনিধি   

২৪ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেযশোরের বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী সাদিপুর গ্রাম থেকে পাঁচটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলিসহ শাহা জামাল কালু (৫২) ও তাঁর ছেলে সোহেল রানাকে (৩০) আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। গতকাল সোমবার ভোরে অভিযান চালিয়ে তাঁদের নিজ বাড়ি থেকে অস্ত্র, গুলিসহ আটক করা হয়। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, কালু ও তাঁর ছেলে সোহেল রানা ভারত থেকে একটি অস্ত্রের চালান এনে বাড়িতে মজুত করেছেন। পরে বিজিবি সুবেদার আহসান উল্লাহর নেতৃত্বে একটি টিম তাঁদের বাড়ি ঘেরাও করে রাখে।

বিজ্ঞাপন

পরে বিজিবি ও পুলিশ তাঁদের বাড়িতে অভিযান চালিয়ে পাঁচটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলিসহ দুজনকে আটক করে।সাতদিনের সেরা