ইসমাইল মিয়া
নরসিংদী রেলস্টেশনে এক তরুণীকে হেনস্তার ঘটনায় আদালতের নির্দেশে মামলা হওয়ার পর প্রধান আসামি ইসমাইল মিয়ার (৩৮) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার দুপুরে নরসিংদীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহনাজ সিদ্দিকী এই আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও ভৈরব রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) হারুনুজ্জামান রুমেল জানান, ইসমাইলের সাত দিনের রিমান্ডের আবেদন করলে আদালত তিন দিনের মঞ্জুর করেন। রিমান্ড কার্যক্রম আজ থেকে শুরু হবে।
বিজ্ঞাপন
এর আগে গত শনিবার রাতে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইমায়েদুল জাহেদী বাদী হয়ে ভৈরব রেলওয়ে থানায় মামলাটি করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০, ৩০ এবং দণ্ডবিধির ১৪৩, ৩২৩ ও ৫০৬ ধারায় মামলাটি করা হয়। মামলার এজাহারে এক নারীসহ দুজনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতপরিচয় আরো একজন নারী ও ১০ জন পুরুষকে আসামি করা হয়।