গুলি করে দুই যুবককে আহত করার মামলায় কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে জামিন মেলেনি এলডিপির মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদের। তবে জামিন পেয়েছেন তাঁর গাড়িচালক ও দুই কর্মী। গতকাল সোমবার দুপুরে কুমিল্লা জেলা ও দায়রা জজ মো. আতাব উল্লাহ এই আদেশ দেন।
জামিন পাওয়া ব্যক্তিরা হলেন রেদোয়ান আহমেদের গাড়িচালক রেজাউল করিম, এলডিপিকর্মী বাকি বিল্লাহ ও মোহাম্মদ আলী।
বিজ্ঞাপন
আসামিপক্ষের আইনজীবী তৌহিদুল ইসলাম বাবু জানান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৭ নম্বর আমলি আদালত রিমান্ড শুনানি মুলতবি রাখায় জেলা দায়রা জজ আদালত রেদোয়ান আহমেদের জামিন দেননি। তবে তাঁর সঙ্গে থাকা তিনজনের জামিন দেন। ঢাকার হাসপাতালে চিকিৎসা শেষে রেদোয়ান আহমেদ বর্তমানে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আছেন।