আগামী ৫ জুন থেকে ৮ জুন পর্যন্ত চার দিনব্যাপী ‘ভিটামিন এ প্লাস’ ক্যাম্পেইন কার্যক্রম উদ্বোধন হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় পুষ্টিসেবার (এনএনএস) সার্বিক ব্যবস্থাপনায় এই কার্যক্রম চলবে।
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে স্বাস্থ্যবিধি মেনে নির্ধারিত দিনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের এক লাখ আইইউ মাত্রার একটি নীল ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের দুই লাখ আইইউ মাত্রার একটি লাল ক্যাপসুল খাওয়ানো হবে।
বিজ্ঞাপন