kalerkantho

সোমবার । ১৫ আগস্ট ২০২২ । ৩১ শ্রাবণ ১৪২৯ । ১৬ মহররম ১৪৪৪

১০ মাসে এডিপি বাস্তবায়ন ৫৫%

নিজস্ব প্রতিবেদক   

২৩ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেউন্নয়ন প্রকল্পে গেল ১০ মাসে বেড়েছে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়নের হার। ২০২০-২১ অর্থবছরের তুলনায় এই বাস্তবায়নের হার বেড়েছে ৬ শতাংশ। চলতি অর্থবছরে এই বাস্তবায়নের হার ৫৫.১৮ শতাংশ।

আগের পাঁচ অর্থবছরের মধ্যে চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত এডিপি বাস্তবায়নের হার সর্বোচ্চ।

বিজ্ঞাপন

কভিডের প্রভাবে এর আগে ২০২০-২১ অর্থবছরের একই সময়ে সবচেয়ে কম অর্থাত্ ৪৯.০৯ শতাংশ বাস্তবায়ন হয়েছিল। ২০১৯-২০ অর্থবছরে বাস্তবায়ন হয়েছে ৪৯.১৩ এবং ২০১৮-১৯ অর্থবছরে বাস্তবায়ন হয়েছে ৫৪.৯৪ শতাংশ।

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, এই ১০ মাসে এডিপি বাস্তবায়নে জড়িত ৫৮টির মধ্যে ২০টি মন্ত্রণালয় ও বিভাগ ৫০ শতাংশও বাস্তবায়ন করতে পারেনি। এর মধ্যে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের কাজের অগ্রগতি ৫ শতাংশ।

চলতি ২০২১-২২ অর্থবছরের জন্য সরকার দুই লাখ ২৩ হাজার ৮৯২ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব ১২ হাজার ৯০১ কোটি টাকাসহ মোট দুই লাখ ৩৬ হাজার ৭৯৩ কোটি টাকার এডিপি অনুমোদন দেয়।

আইএমইডির প্রতিবেদনে দেখা গেছে, অর্থবছরের ৯ মাসে সবচেয়ে বেশি ৮৭.৩৪ শতাংশ বরাদ্দ ব্যয় করতে পেরেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।সাতদিনের সেরা