kalerkantho

সোমবার । ১৫ আগস্ট ২০২২ । ৩১ শ্রাবণ ১৪২৯ । ১৬ মহররম ১৪৪৪

সংক্ষিপ্ত

দাবি না মানলে মহাসমাবেশের হুমকি সরকারি কর্মচারীদের

নিজস্ব প্রতিবেদক   

২৩ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসরকারি কর্মচারীদের ন্যায্য দাবি না মানলে আগামী ৩ জুন কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করার হুমকি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি বাস্তবায়ন ঐক্য ফোরাম। গতকাল রবিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই হুমকি দেন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক মো. হেদায়াতুল ইসলাম। প্রজাতন্ত্রের ১১-২০তম গ্রেডভুক্ত কর্মচারীদের চলমান পদবি বৈষম্য ও অসংগতি দূরীকরণ, বেতন-ভাতাদি বৃদ্ধির লক্ষ্যে জাতীয় বাজেটে সাত দফা বাস্তবায়নের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ঐক্য ফোরামের মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলী লিখিত বক্তব্যে বলেন, ‘শেখ হাসিনার সরকার দিনবদলের কর্মসূচি সফল করার লক্ষ্যে রূপকল্প ২০২০-২১ বাস্তবায়নে ব্যাপক জনমত নিয়ে দেশ গড়ার যাত্রা শুরু করলে আমরা স্বপ্ন দেখেছিলাম, তাঁর হাত দিয়ে প্রজাতন্ত্রের কর্মচারীদের সব বৈষম্যের অবসান হবে।

বিজ্ঞাপনসাতদিনের সেরা