kalerkantho

সোমবার । ১৫ আগস্ট ২০২২ । ৩১ শ্রাবণ ১৪২৯ । ১৬ মহররম ১৪৪৪

খুঁটি সরানোর সময় রিকশাচালক, বিদ্যুত্ স্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   

২৩ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাজধানীর খিলগাঁও জোড়পুকুর মাঠ এলাকায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত একটি বৈদ্যুতিক খুঁটি সরানোর সময় সেটির আঘাতে গতকাল রবিবার এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। একই দিন পল্লবীতে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়।

রিকশাচালকের মৃত্যুর বিষয়ে খিলগাঁও থানার ওসি ফারুকুল আলম জানান, শনিবার ভোরে ঝড়ের কারণে জোড়পুকুর মাঠ এলাকায় একটি বড় গাছ উপড়ে পড়ে। গাছের গোড়ার পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটি নড়বড়ে হয়ে পড়ে।

বিজ্ঞাপন

পরে ক্ষতিগ্রস্ত খুঁটিটি সরানোর সময় রিকশাচালক আব্দুর রশিদের (৪৫) মাথায় আঘাত লাগে।

 সাতদিনের সেরা