কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি। পাঁচ দিনের বাংলাদেশ সফরের অংশ হিসেবে বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন তিনি।
গতকাল রবিবার সকালে উখিয়ার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান ইউএনএইচসিআর হাইকমিশনার। সেখানে ইউএনএইচসিআর পরিচালিত একটি কমিউনিটি সেন্টারে রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে তাদের চাহিদা, চ্যালেঞ্জ ও ভবিষ্যত্ প্রত্যাশা নিয়ে মতবিনিময় করেন।
বিজ্ঞাপন