kalerkantho

রবিবার । ১৪ আগস্ট ২০২২ । ৩০ শ্রাবণ ১৪২৯ । ১৫ মহররম ১৪৪৪

রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে ভারতকে চিঠি

কূটনৈতিক প্রতিবেদক   

২৩ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেভারত থেকে রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ করতে ওই দেশটিকে চিঠি দিয়েছে বাংলাদেশ। চিঠিতে ভারত থেকে সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস গতকাল রবিবার সাংবাদিকদের বলেন, ‘আমরা আজ (রবিবার) এ বিষয়ে একটি নোটভারবাল (কূটনৈতিক চিঠি) পাঠিয়েছি। ’

উল্লেখ্য, মিয়ানমারের পর সম্প্রতি কুমিল্লা, শ্রীমঙ্গল, বিয়ানীবাজারসহ আরো কয়েকটি অঞ্চল দিয়ে ভারত থেকে প্রায় তিন শর মতো রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে।

বিজ্ঞাপন

এটিকে দুর্ভাগ্যের বিষয় বলে অভিহিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি গত মঙ্গলবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের  বলেন, ‘সম্প্রতি ভারত থেকে দুর্ভাগ্যবশত অনেক রোহিঙ্গা আসছে। এই রোহিঙ্গারা ২০১২ সালে সেখানে গিয়েছিল।সাতদিনের সেরা