kalerkantho

সোমবার । ১৫ আগস্ট ২০২২ । ৩১ শ্রাবণ ১৪২৯ । ১৬ মহররম ১৪৪৪

আগামী কান উত্সবে থাকবে বাংলাদেশের স্টল : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   

২৩ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেআগামী কান উত্সবে থাকবে বাংলাদেশের স্টল : তথ্যমন্ত্রী

হাছান মাহ্মুদ

আগামী বছর থেকেই বিশ্বখ্যাত কান চলচ্চিত্র উত্সবে বাংলাদেশের স্টল থাকবে বলেছেন ফ্রান্স সফররত তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহ্মুদ। কান উত্সব প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গতকাল রবিবার তিনি এ কথা জানান। এর আগে বৃহস্পতিবার উত্সবে ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ সিং ঠাকুরের সঙ্গে যৌথভাবে ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমার ট্রেলার উদ্বোধন করেন হাছান মাহ্মুদ।

মন্ত্রী বলেন, ‘কান উত্সবে এবার আমরা বঙ্গবন্ধুর বায়োপিক মুজিব : একটি জাতির রূপকার চলচ্চিত্রের ট্রেলার উদ্বোধন করার উদ্দেশ্যেই এসেছি।

বিজ্ঞাপন

আমরা পরিকল্পনা করছি, আগামী বছর এ উত্সবের সিনেমা বাজার ‘মার্শে দু ফিল্মে’ বাংলাদেশের একটি স্টল থাকবে। ’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিকতা ও সবার মিলিত প্রচেষ্টায় দেশের সিনেমা শিল্প ঘুরে দাঁড়িয়েছে উল্লেখ করে হাছান মাহ্মুদ বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলা সিনেমা যেন জায়গা করে নেয়। সেই লক্ষ্য নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি এবং সে কারণেই কান উত্সবসহ বিশ্বের অন্যান্য চলচ্চিত্র উত্সবে আমরা অংশ নেব। ’

সিনেমা শিল্পকে এগিয়ে নিতে সরকারের নানা উদ্যোগ প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে মেধাবী নির্মাতাদের আমরা শর্টফিল্ম, পূর্ণদৈর্ঘ্য ফিচার বা আর্ট ফিল্মের জন্য অনুদান দিয়ে থাকি। ’সাতদিনের সেরা