চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের একটি উপপক্ষের নেতৃত্বে থাকা বিজয়ের অনুসারী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ছাত্রলীগের পাঁচ কর্মী আহত হয়েছেন। ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগার ঘটনাকে কেন্দ্র করে গতকাল রবিবার বিকেল সোয়া ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর ফটক এলাকায় এ সংঘর্ষ হয়।
জানা যায়, দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় ছাত্রলীগের বিজয়ের এক অনুসারীর মোটরসাইকেলের সঙ্গে একটি অটোরিকশার ধাক্কা লাগে।
বিজ্ঞাপন