kalerkantho

সোমবার । ১৫ আগস্ট ২০২২ । ৩১ শ্রাবণ ১৪২৯ । ১৬ মহররম ১৪৪৪

২২ বছরে কর্ণফুলী নদীর প্রশস্ততা কমেছে ৫০০ মিটার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

২৩ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেগত ২২ বছরে ভরাট হয়ে গেছে কর্ণফুলী নদীর প্রায় ৫০০ মিটার এলাকা। ৯৩০ মিটার থেকে এ নদীর প্রশস্ততা কমে দাঁড়িয়েছে ৪১০ মিটার। এ ছাড়া নদীর এক পাশে গভীরতা বাড়ায় হুমকির মুখে পড়েছে শাহ আমানত সেতু। জরুরি ভিত্তিতে ক্যাপিটাল ড্রেজিংসহ নদীর দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানানো হয়েছে এক সংবাদ সম্মেলনে।

বিজ্ঞাপন

গতকাল রবিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে ‘কর্ণফুলী নদীর তলদেশের গভীরতা ও দখল জরিপ-২০২২’ প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় ‘কর্ণফুলী নদী ও খাল রক্ষা আন্দোলন’ নামের এক সংগঠন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিবেশ আন্দোলনকর্মী ও সাংবাদিক আলিউর রহমান।

প্রতিবেদনে বলা হয়, ২০০০ সালে কর্ণফুলী নদীর প্রস্থ ছিল ৯৩০ মিটার, কিন্তু বর্তমানে এ নদীর প্রস্থ দাঁড়িয়েছে ৪১০ মিটার। গত ২২ বছরে ভরাট হয়ে গেছে নদীর প্রায় ৫০০ মিটার এলাকা।

প্রতিবেদনে বলা হয়, রাজাখালী খালের মোহনায় মাঝ নদীতে কর্ণফুলীর গভীরতা মাত্র চার ফুট, কিন্তু শাহ আমানত সেতুর দক্ষিণ তীরে চার ও পাঁচ নম্বর পিলারে নদীর স্বাভাবিক গভীরতা ২৮ ফুট থাকার কথা থাকলেও সেখানে তা ৭৮.৬ ফুট।সাতদিনের সেরা