ঢাকার হাসপাতালগুলোতে আরো ছয়জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। ফলে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। ওই ২৭ জনের সবাই ঢাকায় ভর্তি আছে। গতকাল রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল রবিবার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ২৪৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ২২২ জন এরই মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে। এ বছর এখন পর্যন্ত কোনো ডেঙ্গু রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।