করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে গত শনিবার সকাল ৮টা থেকে গতকাল রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে কেউ মারা যায়নি। তবে নতুন রোগী শনাক্ত হয়েছে ২৯ জন। স্বাস্থ্য অধিদপ্তর গতকাল বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। গত ২৪ ঘণ্টায় তিন হাজার ৭৩৬ জনের নমুনা পরীক্ষা হয়।
বিজ্ঞাপন