kalerkantho

বুধবার । ২৪ সেপ্টেম্বর ২০২২ । ১৩ আশ্বিন ১৪২৯ ।  ১ রবিউল আউয়াল ১৪৪৪

কানাডিয়ান ইউনিভার্সিটির আয়োজনে কিকঅফ প্রগ্রামিং

২৩ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ এবং সিইউবি কম্পিউটার সোসাইটি (সিইউবিসিএস) কিকঅফ প্রগ্রামিং প্রতিযোগিতা আয়োজন করেছে। গতকাল শনিবার সিইউবির নিজস্ব মিলনায়তনে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। সিইউবি উপাচার্য অধ্যাপক এইচ এম জহিরুল হক প্রতিযোগিতার উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক এম কায়কোবাদ।

বিজ্ঞাপন

প্রতিযোগিতার পরিচালক ছিলেন স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন এবং সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সৈয়দ আক্তার হোসেন। প্রতিযোগিতায় ৪৪ জন শিক্ষার্থী অংশ নেন। অনুষ্ঠানের সব স্বেচ্ছাসেবক, প্রতিযোগী এবং মূল কমিটির সদস্যদের টি-শার্ট দেওয়া হয়। উপাচার্যের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। প্রতিযোগিতায় শীর্ষ তিনজন হলেন যথাক্রমে সঞ্জয় পাল, মাধব চন্দ্র কর্মকার ও মো. সোলায়মান শাদিন। বিজ্ঞপ্তি

 সাতদিনের সেরা