‘অশালীন’ পোশাক পরার অজুহাতে নরসিংদী রেলস্টেশনে গত বুধবার এক তরুণীকে হেনস্তা করার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। গতকাল রবিবার এক বিবৃতিতে মহিলা পরিষদ নারীবিদ্বেষী ও সব ধরনের সাম্প্রদায়িক তত্পরতা প্রতিরোধ ও পুনরাবৃত্তি রোধে প্রশাসনের যথাযথ দায়িত্বশীল ভূমিকা দাবি করেছে। তারা নরসিংদীর ওই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযুক্তকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানায়। একই সঙ্গে মহিলা পরিষদ নারীর স্বাধীন চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছে।
বিজ্ঞাপন