হারুন অর রশিদ
বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি এবং এম রহমান নিউজ এজেন্সির স্বত্বাধিকারী হারুন অর রশিদের প্রথম মৃত্যুবার্ষিকীতে বরিশাল ও কুমিল্লায় স্মরণসভা হয়েছে। ২০২১ সালের ১৯ মে দিবাগত রাতে রাজধানীর মৌচাক এলাকায় নিজ বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন হারুন অর রশিদ।
কুমিল্লার দাউদকান্দির বাড়াগাঁও এলাকার একটি মাদরাসায় মিলাদ, দোয়া মাহফিল এবং তাঁর জীবনের ওপর আলোচনাসভা হয়। সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ আইয়ুব খানের সভাপতিত্বে এই সভায় বক্তব্য দেন বাংলাদেশ সংবাদপত্র শিল্প কল্যাণ ফেডারেশনের সভাপতি বিল্লাল হোসেন মন্টু ও সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান।
বিজ্ঞাপন
এদিকে বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের উদ্যোগে সিটি প্লাজা মার্কেটের কার্যালয়ে গতকাল শনিবার এই অনুষ্ঠান হয়। সংগঠনের সভাপতি নেছার জোমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাছুম শিকদার ও সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম কালুসহ অন্যরা।