মোজাফফর আহমদ
দেশের প্রখ্যাত অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর আহমদের দশম মৃত্যুবার্ষিকী আজ রবিবার। একুশে পদকজয়ী এই অধ্যাপক ১৯৩৬ সালের ২৭ মার্চ কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি তাঁর দীর্ঘ কর্মজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ছিলেন, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতির দায়িত্ব পালন করেন।
এ ছাড়া তিনি দীর্ঘদিন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।
বিজ্ঞাপন
২০১২ সালের এই দিনে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।