বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য ন্যাসভ্যাক ওষুধের নতুন ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শারফুদ্দিন আহমেদ আনুষ্ঠানিকভাবে ট্রায়ালটির উদ্বোধন করেন। উপাচার্য দেশে চিকিৎসাবিজ্ঞানের গবেষণার ওপর গুরুত্ব আরোপ করে এ বিষয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে ক্লিনিক্যাল ট্রায়ালটির প্রধান গবেষক ও বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান অধ্যাপক মামুন আল মাহতাব (স্বপ্নীল) ট্রায়াল সম্পর্কে সবাইকে অবহিত করেন।
বিজ্ঞাপন