গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, ফখরুল সাহেব (বিএনপি মহাসচিব) যাই বলুক না কেন, বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে আসবে।
গতকাল শনিবার বিকেলে আইইবি মিলনাতনে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) আয়োজিত কৃতী প্রকৌশলীদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন শেখ হাসিনার অধীনে হবে না, নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে।
বিজ্ঞাপন