খন্দকার মোশাররফ
বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে কোনো সংলাপেই বিএনপি যাবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন গতকাল শনিবার এ কথা বলেন। ইসির সংলাপে বিএনপিকে আমন্ত্রণ জানানোর সম্ভাবনার পরিপ্রেক্ষিতে তিনি এ কথা বলেন।
সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহম্মেদ পিন্টুর সপ্তম মৃত্যুবার্ষিকী স্মরণে জাতীয় প্রেস ক্লাবে আলোচনাসভার আয়োজন করে সম্মিলিত ছাত্র যুব ফোরাম।
বিজ্ঞাপন
শিগগিরই বিএনপিকে সংলাপে আমন্ত্রণ জানানো হবে—শুক্রবার প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের এমন বক্তব্যের এক দিন পর গতকাল খন্দকার মোশারফ ওই কথা বলেন।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, এই ইসির সঙ্গে সংলাপে অংশ করার বিএনপির প্রশ্নই উঠে না। কমিশন সংলাপের আহ্বান করলেই কী, না করলেই কী? বিএনপি এই ব্যাপারে কর্ণপাতও করে না।
আগামী নির্বাচন বিএনপির অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, আওয়ামী লীগ অতীতেও নির্বাচনকে সামনে রেখে নানা রকমের ফন্দি, নানা রকমের কাণ্ডকারখানা-কৌশল করেছে।