kalerkantho

রবিবার । ২৬ জুন ২০২২ । ১২ আষাঢ় ১৪২৯ । ২৫ জিলকদ ১৪৪৩

করোনায় এক মাস পর একজনের মৃত্যু শনাক্ত ১৬

নিজস্ব প্রতিবেদক   

২২ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনাভাইরাসে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টা) একজন মারা গেছেন। ঢাকা বিভাগের পুরুষ এই ব্যক্তির বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। এর আগে গত এক মাসে করোনায় আক্রান্ত কেউ মারা যায়নি। সর্বশেষ গত ২০ এপ্রিল একজন করোনায় মারা যান।

বিজ্ঞাপন

আর সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৬ জন শনাক্ত হয়েছে। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এখন পর্যন্ত করোনায় মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫৩ হাজার ২০৪ জন। মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৮। সর্বশেষ ২৪ ঘণ্টায় হাসপাতাল ও বাসায় সুস্থ হয়েছে ১৭২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছে ১৯ লাখ ৭৪৭ জন।সাতদিনের সেরা