গাফ্ফার চৌধুরী
একুশের গানের রচয়িতা, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আবদুল গাফ্ফার চৌধুরীর মরদেহ লন্ডনের ব্রিকলেন মসজিদের হিমঘরে রাখা হয়েছে। গত শুক্রবার ওই মসজিদে প্রথম জানাজা ও লন্ডনের শহীদ মিনারে সর্বস্তরে শ্রদ্ধা জানানোর পর মরদেহ হিমঘরে রাখা হয়। যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল খান এ তথ্য জানান।
পরিবারের পক্ষ থেকে আজ রবিবার বাদ আসর (স্থানীয় সময় ৭টায়) ব্রিকলেন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বিজ্ঞাপন
পরিবারের সদস্যদের করোনা সার্টিফিকেট সংগ্রহ, হাসপাতালের ডেথ সার্টিফিকেট প্রদানসহ অন্যান্য কাজ আগামীকাল সোমবার অথবা পরদিন মঙ্গলবার সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। পরিকল্পনা মাফিক সব কিছু সম্পন্ন হলে আগামী বুধবার বাংলাদেশ বিমানের ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশে মরদেহ নিয়ে যাওয়া হবে। পরদিন বৃহস্পতিবার সকালে বাংলাদেশে পৌঁছাবে তাঁর মরদেহ।
সদ্যঃপ্রয়াত গাফ্ফার চৌধুরীর তিন মেয়ে তনিমা চৌধুরী, চিন্ময়ী চৌধুরী ও ইন্দ্রানী চৌধুরী, গাফফার চৌধুরীর মরদেহ নিয়ে বাংলাদেশে যাবেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ মুজাম্মিল আলী।