জিন্সের প্যান্ট ও টি-শার্ট (টপ) পরায় নরসিংদীতে এক তরুণীকে হেনস্তার ঘটনায় ইসমাইল হোসেন (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টায় তাঁকে ১৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে হাজির করা হয়। পরে তাঁকে আদালতের মাধ্যমে সন্ধ্যায় কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সিসি টিভির ফুটেজ ও মুঠোফোনে ধারণ করা ভিডিও দেখে গত শুক্রবার রাতে নরসিংদী রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাঁকে আটক করে সদর মডেল থানা পুলিশ।
বিজ্ঞাপন