গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় গতকাল শুক্রবার তিতাসের গ্যাসলাইন লিকেজ হয়ে ম্যানহোলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এদিকে উপজেলার বড়ইবাড়ী বাজারে গত বৃহস্পতিবার রাতে আগুনে পুড়ে গেছে ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে কোকোলা ফুডস কারখানা রয়েছে। ওই কারখানার সামনে দিয়ে উত্তরবঙ্গে চলে যাওয়া তিতাসের ভূগর্ভস্থ পাইপলাইন রয়েছে।
বিজ্ঞাপন
অন্যদিকে উপজেলার বড়ইবাড়ী বাজারে গত বৃহস্পতিবার রাতে আগুনে পুড়ে গেছে ছয় ব্যবসাপ্রতিষ্ঠান। ওই বাজারের হারুনের মদিনা হার্ডওয়ারের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, মৌচাক এলাকায় ম্যানহোলের অগ্নিকাণ্ড ভয়াবহ রূপ নেয়। অন্যদিকে বড়ইবাড়ী বাজারের অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।