রাজধানীর বাঙলা কলেজে এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীর বিরুদ্ধে ভুক্তভোগী ছাত্রী এ অভিযোগ করেন। ভুক্তভোগী ছাত্রী ওই কলেজের একটি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
গণমাধ্যমকে ভুক্তভোগী ছাত্রী জানিয়েছেন, গত বুধবার দুপুর ২টা ১০ মিনিটে বাঙলা কলেজের নতুন ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
অভিযোগে ছাত্রী জানান, বুধবার নতুন ভবনের দ্বিতীয় তলায় লাইব্রেরি থেকে পড়া শেষ করে ফেরার পথে সিঁড়িতে পদার্থবিজ্ঞান বিভাগের অভিযুক্ত শিক্ষার্থীর সঙ্গে দেখা হয়। কথা বলার এক পর্যায়ে অভিযুক্ত শিক্ষার্থী তাঁর হাত ধরার চেষ্টা করেন। বাধা দিলে জড়িয়ে ধরেন এবং খুব বাজেভাবে হয়রানি করেন।
এ বিষয়ে দারুসসালাম থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, ‘এ ধরনের কোনো অভিযোগ আমরা এখনো পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। ’