ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চেয়ারম্যান মিজান বয়াতির স্ত্রী দিলজাহান রত্নার (৩৫) অবস্থার কিছুটা উন্নতি হলেও শঙ্কামুক্ত নন। তাঁর শিশুসন্তান রাফসানের মৃত্যুর বিষয়টি তাঁকে জানানো হয়নি। গতকাল শুক্রবার রাতে চেয়ারম্যানের স্বজনরা এ কথা জানিয়েছে।
গত বুধবার মিজান বয়াতির ঘরে ঢুকে তাঁর স্ত্রী ও ছেলেকে এলোপাতাড়ি কোপান প্রতিবেশী এরশাদ।
বিজ্ঞাপন
জানা যায়, ঘটনার পর দিলজাহানকে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলেও রাখা হয়নি। পরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করা হয়। তাঁকে অবজারবেশনে রাখা হয়েছে। হাসপাতালের পঞ্চম তলায় পোস্ট অপারেটিভ-২-এর ১৪ নম্বর বেডে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চেয়ারম্যানের আত্মীয় ইশতিয়াক আহমেদ কালের কণ্ঠকে বলেন, ‘চেয়ারম্যান সাহেবের স্ত্রীর অবস্থা খুব বেশি ভালো না। ডাক্তাররা জানিয়েছেন, তাঁর অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনো শঙ্কামুক্ত নয়। ছেলের মৃত্যুর খবরও তাঁকে দেওয়া হয়নি। জানানো হয়েছে ফরিদপুরে চিকিৎসা চলছে। আর চেয়ারম্যান সাহেব আগে থেকেই অসুস্থ। তাঁকে কোনোমতে বুঝিয়ে গ্রামের বাড়িতে রাখা হয়েছে। ’