নগর ভবনে দরপত্র জমা দিতে যাওয়া পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বরাবর চিঠি দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। গত বৃহস্পতিবার ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন স্বাক্ষরিত এই চিঠি পাঠানো হয়। চিঠিতে জানানো হয়, ডিএসসিসির মালিকানাধীন ফুলবাড়িয়া সুপারমার্কেট-২, ব্লক-এ, ব্লক-বি, ব্লক-সির বেইসমেন্টে কার পার্কিংয়ের জন্য দরপত্র জমা দেওয়ার তারিখ ছিল গত বৃহস্পতিবার। ওই দিন সকাল ১১টা ৪০ মিনিটের দিকে কামরুল হাসান নামের এক ব্যক্তি ওয়াকিটকি হাতে পুলিশ পরিচয়ে দরপত্র দাখিল করতে যান।
বিজ্ঞাপন