চট্টগ্রামের লোহাগাড়ায় আসামি ধরতে গিয়ে দায়ের কোপে পুলিশ কনস্টেবল মো. জনি খানের (২৮) হাতের কবজি বিছিন্ন করা মূল আসামি সন্ত্রাসী কবির আহমদ র্যাবের অভিযানে গুলিবিদ্ধ অবস্থায় সহযোগীসহ গ্রেপ্তার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের লোহাগাড়ার পাহাড়ি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল রাতে র্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল এম এ ইউসুফ কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেন।
গত রবিবার একটি নিয়মিত মামলাসহ বিভিন্ন মামলার পলাতক আসামি ও পদুয়া ইউনিয়নের আধারমানিকের লালারখিল এলাকার মৃত আলী হোসেনের ছেলে কবির আহমদ বাড়িতে অবস্থান করছেন এমন সংবাদ পায় পুলিশ।
বিজ্ঞাপন
পরে পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।