সাভারে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নীলা রায় নামের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামি মিজানুর রহমান চৌধুরীসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে আগামী ১৩ জুন দিন ধার্য করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার ভারপ্রাপ্ত পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইসমত জাহানের আদালত এই দিন ধার্য করেন। এই মামলার অভিযোগপত্রে উল্লিখিত অন্য দুই আসামি হলেন মিজানের সহযোগী সেলিম পাহলান ও সাকিব হোসেন। গতকাল মামলার অভিযোগ গঠন শুনানির জন্য ধার্য ছিল।
বিজ্ঞাপন