অভিবাসীদের মানবাধিকার ও সুরক্ষার ঘাটতি মোকাবেলায় বিশ্বব্যাপী সংহতি গড়ে তোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। গত বুধবার রাতে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আন্তর্জাতিক অভিবাসন পর্যালোচনা ফোরামের (আইএমআরএফ) গোলটেবিল বৈঠক-৪ এ দেওয়া বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহিরয়ার আলম এ আহ্বান জানান। জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন জানায়, গোলটেবিল বৈঠকে প্যানেলিস্ট হিসেবে অংশ নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহিরয়ার আলম।
বিজ্ঞাপন