১৯৬১ সালের ১৯ মে ভারতের আসাম প্রদেশের শিলচরে বাংলা ভাষা আন্দোলনের ১১ শহীদের স্মরণে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ। পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে গতকাল জাতীয় শহীদ মিনারে আয়োজিত অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ও জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মুহাম্মদ সামাদ। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট ১৯৬১ সালের ভাষা আন্দোলনে ১১ শহীদের নাম পাঠ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য কবি মুহাম্মদ সামাদ বলেন, আসামের করিমগঞ্জ, হাইলাকান্দি ও শিলচর—এই তিনটি জেলা প্রধানত বাঙালি হিন্দু ও মুসলমানদের মাটি।
বিজ্ঞাপন