প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গত বুধবার এক আলোচনাসভায় বক্তব্য দেন। ওই বক্তব্যের এক পর্যায়ে তিনি পদ্মা সেতুর প্রসঙ্গে ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনামের সমালোচনা করেন। এর ব্যাখ্যা দিয়ে গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠান মাহফুজ আনাম।
এতে মাহফুজ আনাম বলেন, ‘আমি স্পষ্টভাবে বলতে চাই যে, আমি এ ধরনের উদ্দেশ্য নিয়ে কখনো যুক্তরাষ্ট্র সফরে যাইনি, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাইনি, কখনো হিলারি ক্লিনটনকে কোনো ই-মেইল পাঠাইনি, ওয়াশিংটনে বা বিশ্বের অন্য কোনো জায়গায় বা শহরে পদ্মা সেতুর অর্থায়নের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত কোনো বিষয়ে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে কোনো ধরনের বৈঠক বা যোগাযোগ করিনি।
বিজ্ঞাপন