kalerkantho

সোমবার । ১৫ আগস্ট ২০২২ । ৩১ শ্রাবণ ১৪২৯ । ১৬ মহররম ১৪৪৪

সংক্ষিপ্ত

এডিসের লার্ভা পাওয়ায় দুই লক্ষাধিক টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক   

২০ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএডিস মশা নির্মূলে ১০ দিনের বিশেষ অভিযানের তৃতীয় দিনে ১০টি অঞ্চলেই অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এদিন ১৬টি মামলায় দুই লাখ ৭৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া অভিযান চলে বিকেল পর্যন্ত। এডিস মশার লার্ভা পাওয়ায় অঞ্চল-৩-এ তিনটি মামলায় এক লাখ ২৫ হাজার? টাকা জরিমানা আদায় করা হয়।

বিজ্ঞাপন

অঞ্চল-১-এর আওতাধীন উত্তরা সেক্টর ৭, ৯, ১০ ও খিলক্ষেত এলাকায় লার্ভা পাওয়ায় চারটি মামলায় ৫১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া ৫১ নম্বর ওয়ার্ডের উত্তরা সেক্টর ১৩-এ চারটি মামলায় মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ফুটপাত থেকে অবৈধ স্থাপনা সরিয়ে দখলমুক্ত করা হয়।সাতদিনের সেরা