এডিস মশা নির্মূলে ১০ দিনের বিশেষ অভিযানের তৃতীয় দিনে ১০টি অঞ্চলেই অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এদিন ১৬টি মামলায় দুই লাখ ৭৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া অভিযান চলে বিকেল পর্যন্ত। এডিস মশার লার্ভা পাওয়ায় অঞ্চল-৩-এ তিনটি মামলায় এক লাখ ২৫ হাজার? টাকা জরিমানা আদায় করা হয়।
বিজ্ঞাপন
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ফুটপাত থেকে অবৈধ স্থাপনা সরিয়ে দখলমুক্ত করা হয়।