kalerkantho

সোমবার । ১৫ আগস্ট ২০২২ । ৩১ শ্রাবণ ১৪২৯ । ১৬ মহররম ১৪৪৪

মহাসড়কে সংঘবদ্ধ চোরচক্রের ছয়জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

২০ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত ইজি বাইক চোর, ছিনতাইকারী, অপহরণকারী ও হাইওয়ে মহাসড়কে সংঘবদ্ধ তেল চোর চক্রের মূলহোতাসহ ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সময় দুটি পিকআপ ভ্যান উদ্ধার ও পাঁচটি চোরাই গ্যারেজের সন্ধান পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিবিআই নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি জানান, জিজ্ঞাসাবাদে আসামিরা প্রাথমিকভাবে পিবিআইয়ের কাছে স্বীকার করেছে যে তারা প্রায় তিন বছর যাবৎ ১০০ থেকে ১২০-এর বেশি ট্রাক, পিকআপ ভ্যান, ইজি বাইক ও অটোরিকশা ছিনতাই ও চুরি করেছে।

বিজ্ঞাপনসাতদিনের সেরা