kalerkantho

সোমবার । ১৫ আগস্ট ২০২২ । ৩১ শ্রাবণ ১৪২৯ । ১৬ মহররম ১৪৪৪

সংক্ষিপ্ত

সাগরে ৩৩ রোহিঙ্গা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি   

২০ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেউত্তাল সমুদ্রপথ পাড়ি দিয়ে ট্রলারে চেপে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ৩৩ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে নৌবাহিনী। তাদের মধ্যে ১২ জন নারী ও একটি শিশু রয়েছে। টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপের উত্তর-পশ্চিমে বঙ্গোপসাগর থেকে গতকাল ভোর ৪টার দিকে রোহিঙ্গাদের উদ্ধার করা হয়।

বানৌজা আলী হায়দার জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন সোহেল আযম জানান, টেকনাফ থেকে সাগরপথে ট্রলারে চেপে রোহিঙ্গাদের একটি দল মালয়েশিয়া যাচ্ছিল।

বিজ্ঞাপন

সেন্ট মার্টিন দ্বীপে উত্তর-পশ্চিমে দুই নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগর এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। মালয়েশিয়াগামী ওই ট্রলারে ৩৩ জন ছিল, তাদের মধ্যে একটি শিশু ও ১২ জন নারী। তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা শিবিরের বাসিন্দা বলে জানা গেছে।সাতদিনের সেরা